ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই গৃহবধু আহত হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে উপজেলার রুদাঘরা মাঝেরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের পরিবার সুত্রে জানা যায়, উপজেলার রুদাঘরা গ্রামের মতিয়ার রহমানের চাচা শ্বশুর একই এলাকায় আব্দুল হালিম মোড়লের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে আব্দুল হালিম, মুতাছিল বিল্লাহ রাসেলসহ ৪/৫ জন বিরোধপূর্ন জমিতে জোর করে ঘেরাবেড়া দিতে আসে। এ সময় বাধা দিলে প্রতিপক্ষের হামলায় মতিয়ারের স্ত্রী রোকেয়া খাতুন মুন্নি (২৬) ও তার শাশুড়ি ফরিদা বেগম (৫৫) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।