ডুমুরিয়ায় ব্লু-গোল্ডের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রকাশঃ ২০১৮-০১-০৯ - ১৯:৪০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বামুন্দিয়া গ্রামে ব্লু-গোল্ড প্রোগ্্রাম’র কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, আর্থ ও সামাজিক উন্নয়নে দাতাদেশের অর্থায়নে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে এনজিও সংস্থা ব্লু-গোল্ড প্রোগ্রাম কার্যক্রম শুরু করে। এ লক্ষ্যে এলাকায় সার্বিক ভাবে পরিচালনার জন্য সকল সদস্য’র মতামতের ভিত্তিতে একটি পরিচালনা কমিটি গঠন করার নিয়ম রয়েছে। কিন্তু সংস্থার কতিপয় কর্মকর্তা ও স্থানীয় একটি প্রভাবশালী মহল কোন নিয়ম নীতি না মেনেই ইউনিয়নের বামুন্দিয়া গ্রামে এক তরফা ভাবে নির্বাচন পরিচালনা করে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করছে। এ প্রসঙ্গে ওই গ্রামের আশরাফ আলী গাজী বলেন, আমরা জানি কমিটি গঠনের জন্য সভাপতি ও সম্পাদকসহ পরিচালনা কমিটিতে মোট ১২জন কর্মকর্তা থাকবেন। আর ওই কর্মকর্তা মনোনিত হবেন সকল সদস্য’র মতামত ভিত্তিতে বা ব্যালট ভোটের মাধ্যমে। আমাদের বামুন্দিয়া গ্রামে প্রায় আডাই’শ সদস্য রয়েছে। কিন্তু অধিকাংশ’র কোন মতামত ছা-ই এক তরফা ভাবে ১২জন সদস্য’র তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন ওই ১২জন মিলে সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য পদ বন্টন করবে বলে জানতে পেরেছি। আমরা এই প্রহসনের কমিটি বাদ দিয়ে নুতন করে সঠিক নিয়ম অনুযায়ী কমিটি গঠনের আহবান করছি। এ প্রসঙ্গে ব্লুগোল্ড প্রোগ্রামের ফিল্ড কর্মকর্তা প্রিসিলা হালদার জানান, পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে একটি নির্বাচন কমিটি করা হয়েছে এবং ওই কমিটিকে যাবতীয় নিয়ম-নীতি সম্পর্কে অবিহিত করা আছে। আর বামুন্দিয়া এলাকায় পরিচালনা কমিটি গঠনে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে কোন প্রকার অনিয়ম বা দুনীতি হলে তা বাতিল করে সদস্যদেও মতামতের ভিত্তিতে সকল সিন্ধান্ত গ্রহন করা হবে।