ডুমুরিয়ায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত

প্রকাশঃ ২০২১-০৩-২৮ - ১২:১৬

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ২৬ মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্টান ও বিভিন্ন এনজিও সংস্থা নানা কর্মসুচী গ্রহন করে। এরমধ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদের নেতৃত্বে মহান স্বাধীনতার স্মৃতি সৌধে পুষ্প্যস্তবক অর্পণ করা হয়। অনুরুপ ভাবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি, ডুমুরিয়া প্রেসক্লাব, আলাপ সংগীত, বালিকা বিদ্যালয়সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্য এনজিও সংস্থা সিএসএস’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংস্থার উপজেলা কার্যালয়ে নড়াইল সদর হাসপাতালের ডাঃ পুলক ভৌমিক ও ডাঃ মোঃ হাসিব রোগীদের সেবা দেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ এনামুল হক, রিজিওনাল ম্যানেজার মোঃ জামাল উদ্দি লিটন, ইউপি সদস্য মোঃ আসলাম হোসেন খান, ডুমুরিয়া শাখার ম্যানেজার শাহানুর রহমান শাহীন, নরোত্তম সরকার, সঞ্জয় পাল, রাশিদুল ইসলাম, সুকুমার পাল ও মাহবুবা আক্তার প্রমুখ।