ডুমুরিয়ায় মাস্ক ব্যবহার না করায় ১১জনকে জরিমানা

প্রকাশঃ ২০২০-০৬-০৬ - ২০:২৫

ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়ায় মহামারি করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দুরুত্ব ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে ১১জনকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম এ অভিযান পরিচালনা করেন। আদালত সুত্রে জানা যায়, ডুমুরিয়া বাজারের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বসিয়ে অসচেতন মানুষকে এ জরিমানা করা হয়। এসময়ে সামাজিক দুরুত্ব ও মাস্ক ব্যবহার না করার অপরাধে সিমেন্ট ব্যবসায়ী জুবায়ের মোল্যাকে ৩ হাজার টাকা, মাধবী কসমেটিক্সে ২ হাজার টাকা, মাস্ক ব্যবহার না করায় মিঠুনকে ৩’শ টাকা, দীনমোহাম্মদকে ২’শ টাকা, আবুল হাসানকে ২’শ টাকা, মাহমুদুল হাসানকে ২’শ টাকা, শ্যামলকে ৫’শ টাকা, বিকাশকে ৫’শ টাকা, ইবাদুলকে ২’শ টাকা, বটিয়াঘাটার হাবিবুরকে ২’শ টাকা ও রেজোয়ানকে ৩’শ টাকা মোট-৭৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।