ডুমুরিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্চাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু’র অকাল মৃত্যুতে ডুমুরিয়া উপজেলা সেচ্চাসেবক দলের আয়োজনে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার আহবায়ক এফ এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা সেচ্চাসেবক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু। বিশেষ অতিথি ছিলেন সেচ্চা সেবক দল নেতা শেখ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, জেলা শ্রমিক দল সভাপতি খান ইসমাইল হোসেন, জি এম ফেরদৌস আহমেদ, সরদার আব্দুল মালেক। সভায় বক্তৃতা করেন শেখ শাহিনুর রহমান, হুমায়ুন কবির, শেখ আনোয়ার হোসেন, প্রভাষক মঞ্জুর রশিদ, শেখ ফরিদুল ইসলাম, এম এম জাফর হাসান, আছাদুজ্জামান আসাদ, মেহেদী হাসান রাসেল, দেলোয়ার হোসেন গোলদার, হাবিবুর রহমান, জাহিদ হাসান, মফিজুল ইসলাম, ফরিদুর রহমান উজ্জ্বল, প্রভাষক নিলয়, সোহাগ গাজী, আব্দুস সামাদ, ফেরদৌস শেখ, জাফর খা, রাজ মোড়ল, জয়নাল আবেদীন, তৌহিদুল ইসলাম, বিরেশ্বর রায়, মাসুদ রানা, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, ইনতাজ শেখ ও পবিত্র রাহা প্রমুখ।