ডুমুরিয়ায় স্কুলের জমি দখলের অভিযোগ

প্রকাশঃ ২০২০-০৬-২৭ - ১৯:০৫

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে স্কুলের জমি দখলে নিয়ে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক নির্মাণ কাজ সাময়িক ভাবে স্থাগিত করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুসের বিরোধ চলছিল। যা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদও হয়েছে কয়েক বার। এরই মধ্যে তিনি স্কুলের পুকুরের পাশে জমিতে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল বলেন, করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকার সুযোগে কুদ্দুস সাহেব পাকা দোকান তৈরী করতেছেন। আমরা খবর পেয়ে বাধা দিতে গেলে তিনি গালিগালাজ শুরু করেন এবং হুমকি দেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরদার ইলিয়াস হোসেন বলেন, স্কুলের জায়গা নিয়ে কুদ্দুস সাহেবের সাথে আমাদের বিরোধ লেগেই আছে। কিন্তু তিনি তা মিমাংশা না করে জোর পূর্বক দোকান করছেন।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, আমার ভাই শেখ হায়দার আলী ওই জায়গায় সার-কীটনাশকের দোকান করে আজ ৩০ বছর যাবৎ ব্যবসা করে আসছে। হঠাৎ আম্পানের ঝড়ে ঘরটি ভেঙ্গে গেলে আমরা পাকা করে দোকান বানাচ্ছি। এখানে স্কুল কমিটি যে অভিযোগ করছে তা সঠিক নয়। আমরা আমাদের জায়গায় ঘর করছি।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, সাহস নোয়াকাটি স্কুলের জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ নিয়ে থানায় অভিযোগ করা হয় এবং অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ আপাতত স্থাগিত করা হয়েছে।