ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত এবং গুরুতর আহত হয়েছেন সুপার ভাইজারসহ ৩জন। বুধবার ভোর সাড়ে ৪টায় চুকনগর-যশোর সড়কের নরনিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঢাকা-পাইকগাছা রুটের ঠিকানা পরিবহন যার নং-ঢাকা মেট্রো ব ১৩-১৫৭০ যাত্রীসহ পাইকগাছা অভিমুখে ফিরছিল। পথিমধ্যে নরনিয়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটি রাস্তার পাশে থাকা আমগাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় পরিবহনের হেলপার রুবেল হোসেন (৩২) ঘটনাস্থলে মারা যান। আর গুরুতর আহত হয়েছেন সুপার ভাইজার মনিরামপুরের মনিরুল ইসলাম রাসেল (৩০), যাত্রী আশাশুনির হান্নান গাজী (২০) ও পাইকগাছার তানভীর হোসেন (৪০)। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা তানভীর হাসান জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং গুরুতর আহত অবস্থায় ৩জনকে খুমেক হাসপাতালে প্রেরণ করি।