ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় পৃথক স্থানে দুইটি সড়ক দুর্ঘটনায় মটর-সাইকেল চালক নিহতসহ আহত হয়েছে ৭জন। শুক্রবার সকালে উপজেলার বালিয়াখালী ব্রিজের পূর্ব পাশে ও চুকনগর চাকুন্দিয়া নামক স্থানে দুর্ঘটনা দুইটি সংঘঠিত হয়।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রানাই গ্রামের জাহিদ খানের ছেলে জাকির খান (২১) মটর-সাইকেল যোগে ডুমুরিয়া অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালী ব্রীজের পূর্ব পাশে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বাস যার নং ঢাকা মেট্রো জ ১১-০৪৪৩ সাথে মুখোমুখি সংঘর্ষে সে ছিটকে পড়ে এবং তার বাইকটি বাস চাপায় পিষ্ট হয়। বাসের আঘাতে চালক জাকির রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। জানা গেছে, ওই বাসের যাত্রীরা খুলনা মহানগীর বয়রা এলাকা থেকে সাতক্ষীরায় পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে বাসটি পাশের খাদে পড়ে গেলেও যাত্রীদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। অপরদিকে বেলা ১১টায় উপজেলার চুকনগর চাকুন্দিয়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস যার নং ঢাকা মেট্রো ১১-১৩৬৭ দ্রুত গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে এক দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছে। বাসটি সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। আহত যাত্রীরা হলেন কালীগঞ্জের নিঝুম আক্তার (২০), আশাশুনির সুলতান মাহমুদ (২৫), সোনাডাঙ্গার সজীব আহমেদ (৩০) ও আব্দুল ওহাব (৭৫), কেশবপুরের আকাশ (১৭), তালার বাবু (১৮) ও রমেছা বেগম (৬০)। ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আক্তার হোসেন ও মীর সাত্তার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত দু’টি স্থানে গিয়ে আমরা উদ্ধার তৎপরতা শেষে নিহত মটর-সাইকেল চালকের মরদেহ ও আহতদের হাইওয়ে পুলিশের নিকট হস্তন্তর করেছি। হাইওয়ে পুলিশ ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, নিহতের লাশ তার স্বজনদের কাছে দেওয়া হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আর বাস দুইটি আমাদের নিয়ন্ত্রণে আছে।