ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত ও তার সঙ্গী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে এ দুর্ঘটনাটি ঘটে।
ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা যুগল বিশ্বাস জানান, সোমবার দুপুর পৌনে একটার দিকে একটি নম্বর বিহীন পালসার মোটর সাইকেলসহ দুইজন লোক বালিয়াখালি ব্রীজের পূর্বপাশের রাস্তায় পাশে পড়েছিল। তাদের মধ্যে দেবব্রত সরকারের (৩৫) মাথাসহ শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছিল আর অন্যজন সেলিম খানের (৫০) অবস্থা কিছুটা ভালো ছিল। আমরা দ্রুত তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার দেবব্রতকে মৃত বলে ঘোষণা করে এবং আহত সেলিমকে খুলনায় প্রেরণ করে। তবে কি কারণে তাদের দুর্ঘটনাটি হয়েছে এটা বলতে পারছি না। প্রাথমিক ভাবে জানতে পেরেছি নিহত দেবব্রত সরকারের বাড়ি রুপসার আইচগাতি এলাকায় এবং আহত সেলিমের বাড়ি মোরেলগঞ্জে। মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।