ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ১৪৭পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী র্যাব’র হাতে আটক হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার চুকনগর বাজারের মল্লিক এন্টারপ্রাইজের সামনে থেকে তারা আটক হয়। এ ঘটনায় ডুমুরিয়ায় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
র্যাব-৬ ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই মাদক ব্যবসায়ী উপজেলার চুকনগর বাজারের কেশবপুর রোডের মল্লিক এন্টারপ্রাইজের সামনে অবস্থান করছিল। খবর পেয়ে র্যাব-৬’র একটি টীম সেখানে অভিযান চালিয়ে ১৪৭পিচ ইয়াবাসহ তাদের আটক করে। আটক দু’জন হল কেশবপুর উপজেলার জহুরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (২৫) ও ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া-মির্জাপুর এলাকার জিন্নাত মোড়লের ছেলে ইয়াছিন মোড়ল (২০)।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, র্যাব-৬’র একটি টীম অভিযান চালিয়ে ১৪৭ পিচ ইয়াবাসহ শিমুল হোসেন ও ইয়াছিন মোড়ল নামক দু’জনকে আটক করেছে। এ বিষয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে যার নং-০৮।