ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন কালে সহকারি উপ-পরিদর্শকের খুইয়ে যাওয়া অস্ত্র ২২ ঘন্টা পরে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে যাওয়া খুলনার দিঘলিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হক তার পিস্তলটি হারিয়ে ফেলেন। তিনি ১৮ জুন মঙ্গলবার দুপুরে স্কুলের একটি কক্ষে তার ব্যাগের ভিতরে পিস্তল ও ১২ রাউন্ড গুলি রেখে বাহিরে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে তার পিস্তল ও গুলি খুঁজে পাচ্ছিলেন না। ঘটনাটি নিয়ে এলাকায় তুলকালাম কান্ড শুরু হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহ জনক ভাবে ওই স্কুলের দপ্তরি সন্দ্বীপ কুমার রাহা (২৫) ও রাজমিস্ত্রি বুলবুল খান (৩০) নামের দু’জনকে আটক করে। তবে হারিয়ে যাওয়া পিস্তল-গুলি ২২ ঘন্টা পর গতকাল বুধবার দুপুর ২টায় ওই স্কুলের পিছনে একটি ঝোপের ভিতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে কি ভাবে এ গুলো উদ্ধার হয়েছে পুলিশ তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে চাননি।