ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় অভিনব স্টাইলে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে দুই চোর পাকড়াও ও গণধোলাই’র শিকার হয়েছে। রোববার বিকেলে উপজেলার জিলেরডাঙ্গা এলাকা থেকে থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, খুলনা মহানগরী এলাকার ৩/৪ জনের একটি চোরদল একটি খাশি ছাগল সঙ্গে নিয়ে রোববার বিকেলে উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় এসে ঘোরাফেরা করছিল।এ সময় তারা অভিনব স্টাইলে তাদের সঙ্গের ছাগলটি ছেড়ে দিয়ে ধরাধরি শুরু করে এবং সুযোগ বুঝে পাশে থাকা অন্য দুইটি ছাগল বেঁধে নেয়। তখন গ্রামের লোকজন এগিয়ে গিয়ে পরিচয় জানতে চাইলে কথা এলোমেলো পেয়ে গণ-ধোলাই শুরু করে। ধোলাই খেয়ে দু’জন পালিয়ে যায়। আর সজল জমাদ্দার (২৫) ও বিল্লাল মোড়ল (২৭) নামের দুই চোর আটক হয়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, স্টাইল দিয়ে ছাগল চুরি করতে এসে দুই চোর ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা হয়েছে যার নং-১৭।