ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় পাঁচ’শ গ্রাম গাজাসহ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী মিঠু মোল্যা পুলিশের হাতে আটক হয়েছে। রোববার দুপুরে টোলনা বাজার থেকে সে আটক হয়। ডুমুরিয়াসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদক আইনে ১২ টি রয়েছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে গতকাল রোববার দুপুরে উপজেলার টোলনা বাজারে অভিযান চালিয়ে পাঁচ’শ গ্রাম গাজাসহ মিঠু মোল্যা (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে টোলনা গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে। তার বিরুদ্ধে ডুমুরিয়াসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এছাড়া মিঠু হল চিহ্নিত আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী।