ডুমুরিয়ায় ৫ জুয়াড়ীর সাজা

প্রকাশঃ ২০১৭-১১-১৭ - ২১:৪৪

ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান গতকাল শুক্রবার সকালে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় ডুমুরিয়া উপজেলার শোভনা-গাবতলা এলাকায় একটি পরিত্যক্ত ঘরে বসে একদল জুয়াড়িরা তাস খেলছিল। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশের একটি টীম সেখানে অভিযান চালিয়ে মৃত হরিপদ মল্লিকের ছেলে হিমাদ্রী মল্লিক (৪৮), পরিতোষ মল্লিকের ছেলে অপূর্ব মল্লিক (৩০), অমিয় মল্লিকের ছেলে বিপুল মল্লিক (৩৫), গনেশ চক্রবর্ত্তীর ছেলে বিকাশ চক্রবর্ত্তী (২৮) নামের চারজনকে আটক করে। একই রাতে উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের জামির গাজীর ছেলে কোরবান গাজী (৩০) নামের অপর এক জুয়াড়ী আটক করে। পরে গতকাল শুক্রবার সকালে থানা পুলিশ ওই জুয়াড়ীদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশেক হাসান’র এজলাসে সোপর্দ করে। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে ৪ আসামীকে পাঁচ দিন বিনাশ্রম কারাদন্ড ও কোরবান গাজীর নিকট থেকে ২হাজার টাকা জরিমানা আদায় করেন।