ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ তার ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত করেছেন। বৃহস্পতিবার দুপুর দুইটায় গাবতলা বাজারের পাশে ভদ্রানদীর ওপরের রাস্তাটি মেরামত করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মনিন্দ্রনাথ মল্লিক, কৃষকলীগ নেতা অরিন্দম মল্লিক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা স্বপন কুমার মল্লিক, কানাই লাল মল্লিক, ব্যবসায়ী শেখ খলিলুর রহমান, বাচ্চু বাগাতি, যুধিষ্টির চক্রবর্তী, ছাত্রলীগ নেতা সুমন মল্লিক, সন্দ্বীপ চক্রবর্তী ও তুহিন শেখ প্রমুখ।
জানা গেছে, নতুনরাস্তা মোড় হতে কদমতলা পর্যন্ত কার্পেটিং রাস্তার গাবতলা বাজারের পাশে ভদ্রানদীর ওপরের অংশ ভেঙ্গে নদীতে পড়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। বর্ষার এই সময়ে ভ্যান ও ইজিবাইকসহ কোন যানবাহনই চলাচল করতে পারছিল না। খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ তার নিজস্ব অর্থায়নে ইট দ্বারা রাস্তাটি মেরামত করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ী, পথচারি ও জনগণ তাকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।