ঢাকা অফিস : রাজধানী ও দেশের বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়েই চলছে। রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে ভর্তি আছে ১৬৬ জন। প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। এছাড়া, এই হাসপাতালে ডেঙ্গু সন্দেহে পরীক্ষা করতে প্রতিদিন প্রায় শত শত অভিভাবক সন্তানদের নিয়ে আসছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, , গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে দুই হাজার ৪২৮ জন। ডেঙ্গু রোগীদের ঈদে রাজধানী না ছাড়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আগস্ট মাসের প্রথম সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৭৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৭০৭ জন। এরমধ্যে, ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৩৮৯ জন।