ডেঙ্গু আক্রান্তদের নিয়ে বেসামাল হাসপাতাল

প্রকাশঃ ২০১৯-০৭-২৬ - ১১:১৯

ঢাকা অফিস : রাজধানীতে ডেঙ্গু আক্রান্তদের সিটের সংস্থান করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। পরিস্থিতি অনেকটাই বেসামাল। রোগীরা মশারি ব্যবহার না করায়, হাসপাতালে রোগীর স্বজনরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

তীব্র জ্বর, মাথা ব্যথা আর বমি নিয়ে ১৮ই জুলাই হাসপাতালে ভর্তি হন মনিরুজ্জামান মুন্না। পরীক্ষা করে জানা যায়, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

মুন্নাকে সেবা করতে এসে তার ভাই মুক্তাও ডেঙ্গু জ্বরে আক্রন্ত হন। অনেক কষ্টে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মিলেছে দুটি বেড। কিন্তু তাদের দেখভাল করার একমাত্র মানুষটিও এখন অসুস্থ হয়ে পড়েছে।

হাসপাতাল ঘুরে দেখা গেলো, সিঁড়ি থেকে বারান্দা কোথাও তিল ধারণের জায়গা নেই। বিছানা সংকুলন না হওয়ায় মেঝেতে রেখেই চলছে ডেঙ্গুসহ অন্যান্য রোগের চিকিৎসা। তবে মেঝেতে থাকা রোগীদের মশাড়ী টাঙানোর তেমন কোন ব্যবস্থা নেই, আর যাদের সে ব্যবস্থা আছে তারাও মশাড়ী ব্যবহার করছেন না।

চিকিৎসকরা বলছেন, রোগীদের এমন অসচেতনতার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগে আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন

হাসপাতালের শিশু ওয়ার্ডের অবস্থা আরো নাজুক। ৬০ বেডের এই ওয়ার্ডে রোগীর সংখ্যা ১৮০। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩৬। একই বেডে দুই তিনটি শিশু থাকায় এবং কেউ মশারি না টাঙ্গানোর কারণে অন্য রোগে আক্রান্ত শিশুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ঝুঁকি বাড়ছে।

চিকিৎসকরা বলছেন, আগে থেকেই অন্য রোগে আক্রান্ত রোগী হাসপাতালে এসে ডেঙ্গু হলে তার চিকিৎসা আরো জটিল হয়ে উঠে। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তদের মশাড়ীর ভেতর রাখার পরামর্শ তাদের।