তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা

প্রকাশঃ ২০১৭-১১-২৩ - ১৪:২২

সাতক্ষীরা: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের কাটিয়াস্থ নিরিবিল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএপি’র সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক সরকারের দাবী জানিয়ে বলেন, দেশে বর্তমানে বিচার বিভাগের স্বাধীন নেই, বিচার নেই। একটি ভোটার বিহীন, প্রার্থী বিহীন নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকার দেশ শাসন করছে। দেশের এই গনতন্ত্রহীন অবস্থায় দীর্ঘ নয় বছর বিএনপিকে কাজ করতে হচ্ছে। তিনি আগামী নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, সরকার আবারও একটি সাজানো, পাতানো এক দিনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে আর কোন নির্বাচন হবেনা। তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মূলক মামলার প্রত্যাহারের জোর দাবী জানান।

আলোচনা সভা শেষে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা করা হয়।