কেশবপুর (যশোর) প্রতিনিধি : গ্রাম উন্নয়ন সংগঠন নিদর্শন-এর উদ্যোগে তালা উপজেলার নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গুনীজনদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও শিক্ষার মান উন্নয়নে সামাজিক সচেতনতা বিষয়ক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। নিদর্শন-এর সভাপতি সাইদুর রহমান মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান ও পাইকগাছা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আছির উদ্দীন, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, রৌম্য উপস্থাপক মুনছুর আলী, মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আস্মিকভাবে উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ নিদর্শনের লাইব্রেরী করার জন্য ২ লাখ টাকার অনুদান ঘোষণা করেন এবং তালা উপজেলা চেয়ারম্যান সনদ কুমার ঘোষ নিদর্শনের সকল কার্যক্রমের সাথে একত্বতা ঘোষণা করেন।