তালা প্রতিনিধি : তালা উপজেলার জালালপুর ইউনিয়নের টিআরএম বাঁধ সংস্কারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জালালপুর ইউনিয়নের দোহার-আটলিয়া গ্রামের ওয়েলকাম ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে উপ্িস্থত ছিলেন ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইবাদুল সরদার, কালাম সানা, শিক্ষক ও সমাজ সেবক মোঃ জাকির সরদার, মালেক সরদার, আসাদুল ইসলাম, সবুজ সরদার, টআরএম এলাকার প্লাবিত ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবগসহ ওয়েলকাম ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অতিসত্বর টিআরএম বাঁধ সংস্কারের মাধ্যমে টিআরএম সংগল্ন এলাকার প্লাবন বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।