তালায় শালতা নদীর পূনর্জীবনে করনীয় বিষয়ক জনসভা

প্রকাশঃ ২০১৭-১০-২৪ - ২২:২০

তালা প্রতিনিধি:  তালায় শালতা নদীর পূনর্জীবনে করনীয় বিষয়ক এক জনসভা  অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ অক্টোবর) সন্ধায় তালা উপজেলার হাজরাকাটী বাজারে  শালতা নদীর পূনর্জীবনে করনীয় বিষয়ক এক জনসভা  অনুষ্ঠিত হয়। শালতা অববাহিকা কমিটির আয়োজনে এবং বে-সরকারী সংস্থা  উত্তরণ ও পানি কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলি।

স্থানীয় ইউপি সদস্য আসম আব্দুর রব-এর পরিচালনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার,কেন্দ্রীয় পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক, তালার প্রেসকাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শালতা অববাহিকা কমিটির নেতা মোঃ শহিদুল্লাহ, লিয়াকাত হোসেন, চৌধুরী ওশিয়ার রহমান, উত্তরণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, দিলীপ কুমার সানা প্রমুখ। এ সময় শালতা নদী সংশ্লিষ্ট তালা, ডুমুরিয়া, পাইকগাছা উপজেলার নেতৃবৃন্দ,পানি কমিটির নেতৃবৃন্দ, উত্তরণ কর্মকর্তাবৃন্দ সাংবাদিকবৃন্দ ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সভায় ১৬ ও ১৭নং পোল্ডারভুক্ত শালতা অববাহিকার জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় জনগণের পরিকল্পনা নিয়ে আগামী ২৫ অক্টোবর শেখেরহাট বাজার, ২৮ অক্টোবর খলিলনগর বাজার, ৩০ অক্টোবর তালতলা স্লুইস গেট, ৪ নভেম্বর সুন্দরবুনিয়া বাজার এবং  ৫ নভেম্বর হেতাইলবুনিয়া বাজারে জনসভা অনুষ্ঠিত  হবার সিদ্ধান্ত গৃহিত হয়।