তালা প্রেসক্লাবের ৪ সাংবাদিকের নামে মামলা: বিভিন্ন সংগঠেনর নিন্দা

প্রকাশঃ ২০২৪-১১-০৪ - ১৪:৪৬

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা প্রেসক্লাবের ৪ সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। তালা প্রেসক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার ঘোষণায় তালা প্রেসক্লাবের ৪ সাংবাদিকের নামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মুলক মামলা করেছে মামলা বাজ নজরুল ইসলাম।মিথ্যা মামলার হয়রানির শিকার সাংবাদিকরা হলেন৷ কালের কণ্ঠ তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু,দৈ নিক আমার সংবাদের সেকেন্দার আবু জাফর বাবু তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান আহবায়ক এ হাকিম সদস্য সচিব আজকের পত্রিকার সেলিম হায়দার। মিথ্যা মামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
প্রতিবাদ দাতারা হলেন, তালা প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক গাজী সুলতান আহম্মেদ, গাজী জাহিদুর রহমান এম এ ফয়সাল শফিকুল ইসলাম শফি কাজী আরিফুল হক ভুলু আসাদুজ্জামান রাজু তাপস সরকার কে এম শাহীনুর রহমান, এসকে রায়হান তাজমুল ইসলাম প্রমুখ। উল্লেখ, ফ্যাসিষ্ট সরকারের দোসর তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলাম তালা প্রেসক্লাবের সভাপতি পরিচয় দিয়ে ব্যক্তিস্বার্থ হাচিলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। ২০০৮ সালে কৌশলে তালা প্রেসক্লাব দখল করে জাতীয় পাটির নেতা-কর্মীদের নিয়ে সৃষ্ট কমিটির সভাপতি ঘোষনা করে জাতীয় পার্টির অফিসে পরিণত করে তালা প্রেসক্লাব। সেই থেকে অদ্যাবধি নজরুল স্ব-ঘোষিত সভাপতি পরিচয় দিয়ে আসছে। মুল সংবিধানের ধারা অনুযায়ী তালা প্রেসক্লাবের কমিটির মেয়াদ দুই বছর এবং একই ব্যাক্তি পরপর দুই বারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু সাংবিধানিক আইনের তোয়াক্কা না করে নজরুল নিজেকে অদ্যাবধি সভাপতি পরিচয় দিয়ে আসছে। সাংবাদিকরা আরও জানান, এ বিষয়টি নিয়ে ২০১৭ সাল স্থানীয় জণপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, সংসদ সদস্য’র সক্রিয় ভূমিকায় তালার সকল সাংবাদিকদের উপস্থিতিতে তালা প্রেসক্লাবে একটি আহবায়ক কমিটি গঠন ও পরবর্তীতে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কিন্তু ২০০৮ সাল থেকেআজ পর্যন্ত সাংবাদিক নজরুল নিজেকে সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তর থেকে নানান সুযোগ সুবিধা আদায় করছে। এ সময় সাংবাদিকরা ফ্যাসিষ্ট সরকারের দোসর জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি নজরুল ইসলামের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।