তিতাসের মৃত্যুতে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশঃ ২০১৯-০৭-৩০ - ১৪:৩৩

ঢাকা অফিস : ভিআইপির গাড়ির অপেক্ষায় ফেরি দাঁড় করিয়ে রাখায় মাঝ নদীতে অ্যাম্বুলেন্সে থাকা স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

এর আগে গতকাল (সোমবার), এই ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং মাদারীপুর জেলা প্রশাসন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত হয় তিতাস। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে আইসিইউ সংবলিত একটি অ্যাম্বুলেন্সে করে তিতাসকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছিলেন তার স্বজনরা। ঢাকার দিকে আসতে থাকা অ্যাম্বুলেন্সটি মাদারীপুরের কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাটে অপেক্ষা করছিলো। সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুল সবুর মণ্ডল পিরোজপুর থেকে ঢাকা যাবেন বলে ওই ফেরিকে অপেক্ষা করাতে জেলা প্রশাসক ঘাট কর্তৃপক্ষকে বার্তা দিয়েছিলেন।

তাই, তার গাড়ির অপেক্ষায় তিন ঘণ্টা ফেরি দাঁড় করিয়ে রাখে। দেরিতে ফেরি ছাড়ার পরে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণে মাঝ নদীতে থাকতেই মারা যায় ১১ বছর বয়সী তিতাস। নড়াইলের কালিয়া পৌর এলাকার তাপস ঘোষের ছেলে তিতাস কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।