ঢাকা অফিস : ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি কার্যক্রমের পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বে আগামী ৩১শে জুলাই, ২ ও ৩রা আগস্ট সকাল এগারোটা থেকে সারাদেশে তৃণমূল পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভাশেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আলোচনায়সভায় প্রধান্য পেয়েছে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার মোকাবেলা করা, বর্ন্যাতদের পাশে দাঁড়ানো এবং উপজেলা নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করেছে তাদের বিষয়ে যাচাই বাছাইকরণ।