তৃতীয় বারের মতো সাতক্ষীরা জেলার সেরা করদাতা হলেন আলফা

প্রকাশঃ ২০১৭-১১-১১ - ০০:৪৩

সাতক্ষীরা প্রতিনিধিঃ তৃতীয় বারের মতো সাতক্ষীরার সেরা করদাতা হলেন জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজ সেবক আল ফের দাউস আলফা ও তার বড় ছেলে আজরুল ইসলাম। খুলনায় ‘কর বাহাদুর পরিবার’ ও সর্বোচ্চ করদাতাদের এ সম্মাননা প্রদান করা হয়েছে। এদিকে সাতক্ষীরার কলারোয়ার গোলাম রব্বানীর পরিবার পেয়েছেন ‘কর বাহাদুর’ সম্মাননা।
বৃহস্পতিবার বয়রা মহিলা কলেজ অডিটোরিয়ামে এই পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কমিশনার ইকবাল হোসেন। সেরা করদাতা পুরস্কার অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ খুলনা বিভাগের ১০ জেলায় ৭৭ জনকে সেরা করদাতার পুরস্কার দিয়েছে খুলনা কর অঞ্চল। আর বিভাগের ১০ জেলার ১০টি পরিবারকে দেওয়া হয়েছে ‘কর বাহাদুর’ খেতাব। এবারই প্রথম অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা দেওয়া হয়।
তৃতীয় বারের মতো সাতক্ষীরা জেলার সেরা করদাতা সম্মাননা পেয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও আশিক এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী আল ফেরদাউস আলফা।
তিনি বলেন, পুরস্কার পাওয়াটা সব সময় আনন্দের হয়ে থাকে। দেশকে এগিয়ে নিতে আমরা এই কর দিয়ে থাকি। দেশের উন্নয়নের একজন অংশিদার হয়ে আমার খুব ভালো লাগছে। তৃতীয় বারের মতো জেলার মধ্যে সেরা কর দাতার পুরস্কার প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর কাছ থেকে পেয়ে অনেক ভালো লাগছে।
খুলনা সিটি করপোরেশনসহ প্রত্যেক জেলায় তিন জন সর্বোচ্চ, দুই জন দীর্ঘ মেয়াদী, একজন সর্বোচ্চ নারী ও একজন তরুণ করদাতা সেরা হিসেবে এই সম্মাননা পেয়েছেন। তাদেরকে ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে। খুলনা বিভাগের কর বাহাদুর ১০টি পরিবার হচ্ছে খুলনার নিরালা আবাসিক এলাকার এম এ সালাম ও তার পরিবার, যশোরের কোতোয়ালির মোঃ সফিউর রহমান মল্লিকের পরিবার, চুয়াডাঙ্গার জীবননগরের মোঃ রকিবুল ইসলামের পরিবার, মাগুরার রজব আলী মজনুর পরিবার, সাতক্ষীরার কলারোয়ার গোলাম রব্বানীর পরিবার, নড়াইলের রতনগঞ্জের ওয়াহিদুজ্জামানের পরিবার, কুষ্টিয়ার চৌড়হাসের মজিবর রহমানের পরিবার, ঝিনাইদহের হামদহ এলাকার ডা. দুলাল কুমার চক্রবর্তীর পরিবার, মেহেরপুরের আব্দুস সালামের পরিবার, বাগেরহাট আমলাপাড়ার অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশার পরিবার।