তেরখাদায় প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত

প্রকাশঃ ২০১৮-০১-১২ - ২০:২৯

খুলনা : তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবক হলেন তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে হাই শরীফের ছেলে মো. মুরাদ শরীফ (৩৫)। তার অবস্থা আশংকাজনক।

ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার সকালে মুরাদ তার ভগ্নিপতি আইয়ুব মোল্লার বাড়ির সামনে বসেছিল। এসময় পুর্বশত্রুতার জেরে ওই গ্রামের সাঈদ শেখ ও তার দু’ছেলে জহির ও উজ্জ্বল এবং ভাইপো বাশার শেখের নেতৃত্বে ১৫/২০জন অতর্কিতে হামলা চালায়। এসময় তারা মাছ ধরা কোচ ও রামদা দিয়ে মুরাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, বারাসাত গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মুরাদ শরীফ নামের এক যুবক আহত হয়েছে। তবে এঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।