তেরোখাদায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রকাশঃ ২০২০-০৮-৩১ - ১৮:০৫

বিজ্ঞপ্তি : র‌্যাব-৬, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, খুলনা জেলার তেরখাঁদা থানাধীন মল্লিকপুর বাজারের জনৈক সাইফুল ইসলাম এর সেলুনের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এরূপ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অদ্য ৩০ আগস্ট ২০২০ তারিখ আনুমানিক ১৫.৫০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাসান আলী(২৪), পিতা-মোঃ গোলাম মোস্তফা মোল্লা, সাং-মল্লিকপুর, থানা-তেরখাঁদা, জেলা-খুলনাকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার তেরখাঁদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।