দাকোপের চিহ্নিত প্রতারক জালাল গ্রেফতার

প্রকাশঃ ২০২১-০২-২৬ - ১৯:২৬

দাকোপ প্রতিনিধি : দাকোপের চিহ্নিত প্রতারক একাধীক মামলার পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী জালাল গ্রেফতার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীসহ জনমনে স্বস্থির বহিঃপ্রকাশ।
নিজেকে কখন শেখ পরিবারের আত্নীয় কখন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঘনিষ্ঠজন এমন পরিচয় দিয়ে বিভিন্ন তদ্বির বাণিজ্যসহ নানা ভাবে অর্থ হাতিয়ে নেওয়া যার পেশা। প্রশাসনসহ প্রয়োজনে ক্ষমতাধর শ্রেনী পেশার মানুষকে নিজ স্বার্থে ব্যবহারের প্রচেষ্টা থাকে এই আছাদুজ্জামান জালালের। তার কথামত কাজ না হলে হয়রানীমূলক মামলায় জড়িয়ে দিয়ে থাকে। জালাল কর্ত্তৃক এমন অসংখ্য মামলার শিকার হয়েছেন দাকোপের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পানখালী ইউনিয়নে জন্ম নেওয়া জালাল বেড়ে ওঠে খুলনা ঢাকাসহ বিভিন্ন শহরে। বর্তমানে তার নামে বটিয়াঘাটা থানার একটি মামলায় ৩ বছরের সাজাসহ দাকোপে ৩ টি, মোংলা, ফকিরহাটের একাধীক মামলায় গ্রেফতারী পরোয়ানা আছে। ধুরন্ধর জালাল প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে ঢাকায় আত্নগোপানে থেকে দাকোপে তার বাহিনী দিয়ে মানুষের জমি দখল, ঘের দখলসহ নানা অপকর্ম করে আসছিল। যে কারনে খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন এবং জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ তাকে গ্রেফতারের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় দাকোপ থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য গত কয়েকদিন প্রচেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার হাতিরঝিল থানা এলাকা হতে দাকোপ থানার এস আই অখিল রায় তাকে গ্রেফতার করে। এ সময় হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার অভিযানে সহায়তা দেয়। তাকে গ্রেফতার করায় দাকোপে জনমনে স্বস্থির নিঃশ্বাস, থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের জালালকে চিহ্নিত প্রতারক আখ্যা দিয়ে তার উপযুক্ত শাস্থি কামনা করেছেন। অনুরুপ মন্তব্য করেছেন জালালের হয়রানীমূলক মামলার শিকার দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া এবং সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে পলাতক আসামী জালালকে গ্রেফতারে আমরা গত কয়েকদিন কঠোর পরিশ্রম করে আসছি। সর্বশেষ বৃহস্পতিবার তাকে গ্রেফতারে সক্ষম হই। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।