আজগর হোসেন ছাব্বির, দাকোপ : খুলনার দাকোপের শিবনগর এলাকায় ধান ক্ষেত থেকে রবেন মন্ডল (৪৮) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে ওই এলাকার মৃত প্রানকৃষ্ণ মন্ডলের ছেলে।
দাকোপ থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দাকোপের কামারখোলা ইউনিয়নের শিবনগর এলাকায় ধান ক্ষেতে এলাকাবাসী একটি অর্ধগলিত লাশ দেখতে পায়। সোমবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দাকোপ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কবে কখন কি কারনে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে এ ব্যাপারে স্পষ্ট কোন ধারনা পাওয়া যায়নি। তবে নারী গঠিত কারনে এ হত্যাকান্ড ঘটতে পারে এলাকায় এমন গুঞ্জন চলছে। থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানায়, লাশের শরীরে অনেক আঘাতের চিহ্ন আছে। কিন্তু পচে গলে শরীরের অংশ খসে পড়ায় সনাক্ত করা যাচ্ছে না। তিনি ধারনা করছেন ৬/৭ দিন আগে রবেনকে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে যাওয়া হতে পারে। জানা গেছে পুলিশ হত্যাকান্ডের বিষয়ে প্রাপ্ত কিছু মোটিভ নিয়ে কাজ করছে। তবে তদন্তের স্বার্থে তারা এই মুহুর্তে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন।