দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা আইন শৃংক্ষলা কমিটির মাসিক সমস্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। সভায় সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আসন্ন দূর্গা পূজায় যে কোন মূল্যে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় সরকারী জায়গার উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা, গ্রাম আদালতকে আরো বেশী গতিশীল করার উদ্যোগ গ্রহন এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য বিধি অনুসরনের বিষয়টি নজরদারীর মাধ্যমে করোনার বিষয়ে সজাগ থাকতে সকলের প্রতি আহবান জানানো হয়। একই সাথে বিভিন্ন ঘাটের টোল আদায়ের বিষয়টি মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আলোচনা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, মিহির মন্ডল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিব হাসান, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য বিথিকা রায়, ইউপি সচীব মাধব চন্দ্র বালা, বাদল কৃষ্ণ সাহা, পরিমল কুমার কর্মকার প্রমুখ।