দাকোপে আদ্বদীনের উদ্যোগে শিক্ষাবৃত্তির চেক বিতরন

প্রকাশঃ ২০১৭-১২-০৯ - ২২:০৪

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী সংস্থা আদ্বদীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে ইউপিপি সফল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়েছে।

শনিবার বেলা ১২ টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় বাস্তবায়িত প্রকল্পের চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ্বদীনের রিজুওয়নাল ম্যানেজার অনুপ কুমার দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ সুভদ্রা সরকার, ইউপি চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শেখ নুরুল ইসলাম, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তা মনি মোহন মন্ডল। বক্তৃতা করেন আদ্বদীনের চালনা ম্যানেজার আক্কাস আলী, লাউডোপ ম্যানেজার এনামুল হক, বটবুনিয়া ম্যানেজার মনিরুল ইসলাম, অভিবাবক প্রতিনিধি প্রমিলা সানা, শিক্ষার্থী ফারজানা খাতুন ও সুজিত রায়। অনুষ্ঠানে প্রতিজন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে ৫৯ জন শিক্ষার্থীর মাঝে ৭ লাখ ৮ হাজার টাকার চেক বিতরন করা হয়।