দাকোপে ইউনিয়ন পরিষদের দায়িত্ব, পরিকল্পনা ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২২-০৩-১৫ - ০০:০৪

দাকোপ প্রতিনিধিঃ দাকোপে নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য এবং সচিবদের অংশ গ্রহনে ইউনিয়ন পরিষদের দায়িত্ব,কমিটির কার্যকারীতা, অংশগ্রহনমুলক পরিকল্পনা ও বাজেট বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নবযাত্রা প্রকল্পের ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের অংশ হিসাবে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। প্রশিক্ষণ উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের। উপিস্থত ছিলেন দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ র্য়া, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, তিলডাংগা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন,অত্র ৩টি ইউনিয়নের সদস্য ও সচিব বৃন্দ। প্রশিক্ষণে সহযোগীতা করেন নবযাত্রা প্রকল্পের সিনিয়র অপারেশনস ম্যানেজার আজিজুল হকসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।