দাকোপে উপজেলা চেয়ারম্যানকে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

প্রকাশঃ ২০১৮-০২-১০ - ১৭:৫৮

দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাওলাদ হোসেনের সভাপতিত্বে এবং দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মাহাবুবুর রহমান, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, খুলনা জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, জেলা সহকারী কমান্ডার ও সাবেক কমিশনার নুরুল ইসলাম মনু। বক্তৃতা করেন চালনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গফুর সানা, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক দুলাল রায়, উপজেলা ডেপুটি কমান্ডার মহিত চন্দ্র রায়, সহকারী কমান্ডার বিধান চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আব্দুল ওয়াহেদ গাজী, আকিজ উদ্দিন গাজী, বিজন সরকার, নিশিকান্ত গোলদার, মুজিবর রহমান গাজী, মুরারী মোহন গাইন, সত্যেন্দ্রনাথ মন্ডল, পংকজ গাইন, নিরাপদ মন্ডল, আলহাজ্ব শেখ খায়রুল হক প্রমুখ। উল্লেখ্য সরকার ঘোষিত উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মানের লক্ষ্যে দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন দাকোপ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ৮ শতক জমি দান করেন। উক্ত জমির বর্তমান বাজার মুল্য প্রায় ৪০/৪৫ লক্ষ টাকা। মুক্তিযোদ্ধাদের কল্যানে তিনি বিনামুল্যে নিজ খরচায় রেজিষ্ট্রি করে দেন।