দাকোপ প্রতিনিধিঃ দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনকের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসের শুরুতে সূর্যাদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শিশুদের অংশ গ্রহনে রচনা প্রতিযোগীতা, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শেখ সোহেল হোসেন, সাব রেজিষ্টার দেবদ্যুতি রায়, বীর মুক্তিযোদ্ধা মুহিত লাল রায়, মোজাম্মেল হক, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, লিপিকা রানী বৈরাগী, আলহাজ¦ মোল্যা নজরুল ইসলাম, জি, এম রেজা, রতন মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ। অনুুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। এ ছাড়া দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে পৃথক ভাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।