দাকোপে উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের কমিটি গঠন

প্রকাশঃ ২০১৭-০৭-১৩ - ০১:৪২

দাকোপ প্রতিনিধিঃ দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বিরকে সভাপতি ও রাজনৈতিক সাংস্কৃতিক কর্মি পাবক মিস্ত্রীকে সাধারন সম্পাদক করে দাকোপে ২৫ সদস্যের উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরাম গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এক সভা চালনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গফুর সানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কামারখোলা ইউপি চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পঞ্চানন মন্ডল। বক্তৃতা করেন চালনা পৌর কাউন্সিলর রবীন্দ্রনাথ সরদার, ইউপি সদস্য কোহিনুর বেগম বিউটি, ইউপি সদস্য বিথীকা রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, শিক্ষক নিরুপম রায়, কনিকা রানী বৈরাগী, পাবক মিস্ত্রী, বিপুল রায়, সঞ্জিব রায়, মায়া অধিকারী, জি এম ফারুক, হাসান আল জাবির শিমুল, নমিতা বৈরাগী, ওয়েভ ফাউন্ডেশনের দাকোপ উপজেলা সমন্বয়কারী ফরিদ আহম্মেদসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ। সভায় সংস্থাটির পক্ষ থেকে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বলা হয় নব গঠিত এই কমিটি মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জবাবদিহিতা শক্তিশালী করন এবং হাসপাতালে সেবা গ্রহীতাদের অধিকার নিশ্চিত করনে নাগরিকদের সব ধরনের সহায়তা প্রদান করবে।