দাকোপে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশঃ ২০১৯-১০-২৬ - ১৮:৫৫

দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে। দাকোপ থানা প্রশাসন ও পুলিশিং ফোরামের আয়োজনে  শনিবার সকাল ১০ টায় এ লক্ষ্যে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে থানা অফিসার ইনর্চাজ সফিকুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য ও পুলিশিং কমিটি জেলা সদস্য জয়ন্তী রানী সরদার, ওসি তদন্ত দেবাশীষ রায়, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, প্রেসক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল। উপস্থিত ছিলেন এস আই শহিদুল ইসলাম, আল মামুন, মমিন উদ্দিন, এ এস আই সৈয়দ আলী, খোরশেদ, কামরুল ইসলাম, আজিজুল ইসলামসহ উপজেলা পুলিশিং কমিটির সদস্য ও সাংবাদিক বৃন্দ। সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সকলের সজাগ দৃষ্টি কামনা করে বলেন ফেসবুক ইন্টারনেটে কোন প্রকার মিথ্যা, বানোয়াট তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশু শ্রমকে না বলুন, পুলিশ জনতা, জনতাই পুলিশসহ নানা শ্লোগানের ফেস্টুন র‌্যালীতে প্রদর্শিত হয়।