দাকোপে কলেজ ছাত্রী বর্না আত্নহত্যার ঘটনায় অভিজিত রিমান্ডে

প্রকাশঃ ২০১৭-১১-১৪ - ১৯:৩৮

দাকোপ প্রতিনিধি : দাকোপে কলেজ ছাত্রী বর্না রায় আত্নহনন মামলার প্রধান আসামী অভিজিত রিমান্ডে গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। অপর আসামী স্বর্নদীপকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে। জয়ী আত্নহত্যা মামলার আসামী ইনজামামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেছে।
বাজুয়া এস এন কলেজ ছাত্রী বর্না রায় আত্নহত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী অভিজিতকে দাকোপ থানা পুলিশ গত ১৩ নভেম্বর ১ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী দাকোপ থানা ছাত্রলীগের বহিস্কৃত সাধারন সম্পাদক পলাতক আছে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই নাজমুস সাকিব জানায় স্বর্নদীপকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত আছে। অপরদিকে কলেজ জয়ী আত্নহত্যা মামলার আসামী বাজুয়া এস এন কলেজ ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি ইনজামাম মীর্জাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১২ নভেম্বর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলে তিনি জানান। আগামী ১৬ নভেম্বর রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী বলেন বর্না আত্নহত্যার ব্যাপারে আসামী অভিজিত রিমান্ডে অনেক গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। যা এই মামলার পরবর্তী কার্যক্রমে সহায়তা করবে। কিন্তু তদন্তের স্বার্থে এই মূহুর্তে প্রকাশ করা যাচ্ছেনা। এদিকে কলেজ ছাত্রী জয়ী ও বর্না আত্নহত্যা মামলার অভিযুক্ত ৩ আসামীর দৃষ্টান্তমূলক শাস্থির দাবীতে এলাকায় মিছিল মিটিং অব্যহত আছে। এ ব্যাপারে আজ বুধবার চালনা বাজারে এবং আগামী শুক্রবার বটবুনিয়া বাজারে পৃথক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।