দাকোপ প্রতিনিধি : “ চাই শুদ্ধ বিবেক চাই আলো ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে স্বেচছাসেবী সংগঠন দ্যা ভয়েস অফ দাকোপের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের সহসভাপতি ডাঃ সুমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সঞ্জিব দাস। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক উত্তম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, বাজুয়া এল বিকে কলেজের প্রভাষক ও দ্যা ভয়েস অফ দাকোপের উপদেষ্টা সবুজ কান্তি শীল, উপজেলা সাব রেজিষ্টার দেবদ্যুতি রায়, চৌগাছা উপজেলা সাব রেজিষ্টার নারায়ন চন্দ্র মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল। বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শিক্ষক শশাংক শেখর ঢালী, মানিক চন্দ্র গাইন, স্বপন মহলদার, শেখর কান্তি রায়, শচীন্দ্রনাথ মন্ডল, সংগঠনের সদস্য রাজু আহম্মেদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), বিকাশ দাস (খুলনা বিশ্ববিদ্যালয়), দিগন্ত রায় (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়), রিয়াজ রহমান শুভ (বাগেরহাট পিসি কলেজ), অরুনাভ রায়, ভাস্কর বিশ্বাস, াপনাক মন্ডল (ইসলামী বিশ্ববিদ্যালয়), প্রতীকা মন্ডল (খুলনা বিশ্ববিদ্যালয়), তীর্থ প্রতিম বিশ্বাস (ফরিদপুর মেডিকেল কলেজ), গৌরাঙ্গ, স্মৃতিকনা, প্রলয় মজুমদার, কানাই মন্ডল, অলোকেশ রায় এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে অদিতি রায়, অনুপম মন্ডল, বণ্যা সাহা প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এ বছর দাকোপ থেকে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ জন পরিক্ষার্থীকে ক্রেস্টসহ সংবর্ধনা দেওয়া হয়।