দাকোপে চলছে অতিথি পাখি শিকার

প্রকাশঃ ২০১৭-১১-৩০ - ২২:৩৫

গোলাম মোস্তফা খান, দাকোপ : খুলনার দাকোপ উপজেলার সকল এলাকায় আমন ধান পাকার মুহুর্তে বিদেশ থেকে ঝাকে ঝাকে অতিথি পাখি এসে ধান ক্ষেতে জড়ো হয়েছে আর এ সুযোগে এক শ্রেণীর পাঁকা শিকারীরা রাতের বেলায় আলোর ফাঁদ,জাল, সুতার ফাঁদ সহ নানা কৌশলে প্রতিদিন শত শত পাখি শিকার করে চলেছে। খোঁজখবর নিয়ে জানা গেছে দাকোপের তিলডাংগা, সুতারখালী, পানখালি, দাকোপ,কামারখোলা, বানিশান্তা, লাউডোব, কৈলাশগনজ সহ উপজেলার সকল এলাকায় দেদারছে অতিথি পাখি নিধন চলছে। সদর এলাকার হাটবাজারে এ পাখি কেনা বেচা না হলেও প্রত্যান্ত হাটে ও গ্রামে গ্রামে প্রচুর পরিমানে পাখি কেনাবেচা চলছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান। প্রশাসন বা দায়িত্বরত থানা পুলিশ দেখেও না দেখার ভান করার জন্য পাখি শিকার কোন ভাবেই বন্ধ হচ্ছে না বলে সকলের ধারনা ।