আজগর হোসেন ছাব্বির : করোনা মোকাবেলায় দাকোপে জেলা পরিষদ সদস্য কবির হোসেনের উদ্যোগে ত্রান বিতরন করা হয়েছে। শুক্রবার পর্যন্ত উপজেলা থেকে ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলায় মোট কোয়ারেন্টাইনে আছে ৩৬২ জন।
শুক্রবার সকালে চালনা পৌরসভার আছাভুয়া এলাকায় খুলনা জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেনের পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে ত্রান হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কবির হোসেন, চালনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গফুর সানা, চালনাস্থ সুতারখালী যুব কল্যান পরিষদের সভাপতি আজগর হোসেন ছাব্বির, মুনসুর আলী মীর, ফারুক হোসেন, খায়রুল ইসলাম মিঠু, হাফিজুর রহমান, জালাল মোড়ল, স্বপন রায় প্রমুখ। অনুষ্ঠানে ৩০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধাকেজি ডাল বিতরন করা হয়। অপরদিকে করোনা সন্দেহে দাকোপ উপজেলা হাসপাতাল এ পর্যন্ত ৩১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। এ ছাড়া বিদেশ ফেরত ১ এবং দেশের অভ্যান্তরীন ৩৬১ সহ মোট উপজেলায় ৩৬২ জন হোম কোয়ারেন্টাইনে আছে বলে জানা গেছে।