দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্রে’র উদ্যোগে পানির ট্যাংকি বিতরন করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর বুধবার উপজেলার চালনা বৌমার গাছতলায় সোনালী ব্যাংক প্রকল্প অফিস চত্বরে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, ইউএনডিপি’র ডিস্ট্রিক কো-অর্ডিনেটর লুৎফা পারভীন, বাস্তবাায়নকারী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র প্রকল্প বাবস্থাপক কাজী হুমায়ুন কবির, মনিটরিং অফিসার আকরামুল হক, সহকারী প্রকৌশলী আবু সুফিয়ান। দাকোপ উপজেলা জিসি এ প্রকল্প অফিসে উপজেলার ৯টি ইউনিয়নে মোট ২২টি ওয়ার্ডের জন্য আনুষ্ঠানিকভাবে পানির ট্যাংক বিতরন কার্যক্রম শুরু করা হয়।
উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের ফলে উপকূলীয় অঞ্চলে তীব্র ঘূর্ণিঝড়, জ্বলোচ্ছাস ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারনে স্বাদু পানির এলাকা সমূহে লবনাক্ত পানির অনুপ্রবেশ ঘটছে। যার ফলে উপকূলীয় বিপদাপন্ন জনগোষ্ঠীর পানীয় জলের সহজলভ্যতা, স্বাদু পানি নির্ভর কৃষিকাজ ও জীবিকার উপর ব্যাপক প্রভাব পড়েছে। সেটি মেকাবেলায় বাংলাদেশ সরকার, গ্রিন ক্লাইমেট ফান্ড এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি’র) সহযোগিতায় উপকূলীয় জনগোষ্ঠীর, (বিশেষত নারীদের) জলবায়ু পরিবর্তন জনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক একটি প্রকল্পের কাজ শুরু করেছে। তারই অংশ হিসাবে দাকোপে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের আওতায় পরিবার ভিত্তিক পানীয় জলের জন্য রেইন ওয়াটার হারভেসটিং সিস্টেম স্থাপন অন্যতম একটি কার্যক্রম।