দাকোপ, খুলনা : বিগত ৩১ মার্চের দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মুনসুর আলি খানকে দাকোপের বিভিন্ন ইউনিয়নবাসির পক্ষ থেকে সংবর্ধনার হিড়িক চলছে রিতীমত। এ যাবৎ যে সকল ইউনিয়ন ও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে তিলডাংগা ইউনিয়ন, বটবুনিয়া বাজার, বটবুনিয়া বাজার মটরসাইকেল সমিতি, লাউডোব ইউনিয়নবাসি, লাউডোব বাজার কমিটি, কাকড়াবুনিয়া, বানিশান্তা বাজার কমিটি, বানিশান্তা ইউনিয়নবাসি, সুতারখালি ইউনিয়নবাসি, নলিয়ান বাজার, কালাবগী পন্ডিত চন্দ্র, কালাবগী সালেহা, কালিনগর বাজারবাসি সহ বিভিন্ন সংগঠন।এ সকল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, সংবর্ধিত অতিথি মুনসুর আলি খান, অসিত বরণ সাহা, এ্যাড.জিএম কামরুজ্জামান, গোলাম মোস্তফা খান, ড.অচিন্ত্য কুমার, শেখ যুবরাজ, সমরেশ রায়, সনজয় কুমার মোড়ল, সাব্বির আহমেদ, সুধাংশু বৈদ্য, জালালউদ্দিন গাজী, শাহাবুদ্দিন গাজী, শাহাবুদ্দিন মোল্যা, আফজাল হোসেন খান, তন্ময় সরকার, দীপঙ্করবৈদ্য, কমলেশ বাছাড়, মাখন চক্রবর্তী, তাপস জোয়াদ্দার, বাসুদেব মন্ডল, প্রনেজিৎ রায়, সাইফুল গাজী, অতিন মন্ডল প্রমুখ। বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন ত্যাগি আওয়ামীলীগনেতা মুনসুর আলি খান নৌকা প্রতিককে হারিয়ে এ জয়ের মধ্যে দিয়ে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজদের হাত থেকে দাকোপের সাধারন মানুষ মুক্তি পেয়েছে, ব্যবসায়ীরা হাফ ছেড়ে বেঁচেছে।