দাকোপে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রিফ্রেসার সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-১২-১৪ - ১৯:০৫

দাকোপ প্রতিনিধিঃ দাকোপে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ও বাল্যবিবাহ নিরোধ আইনের উপর ভিলেজ এজেষ্ট, যুবনেতা, সাংবাদিক এবং বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রতিনিধিদের নিয়ে রিফ্রেসার সভা অনুষ্ঠিত হয়েছে।
নবযাত্রা প্রকল্প ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের সহযোগীতায় মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নবযাত্রা প্রকল্পের নাজমিন আরা’র সভাপতিত্বে এবং প্রকল্পের এসআইএস স্টিফেন হেমবরমের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক এস এম মামুনুর রশিদ, ধমীয় নেতা রবার্ট জীবন্ত নাথ, নিখিলেশ বর্মন, শিবপ্রসাদ গোলদার, মেজবাহ উদ্দিন শেখ, দুঃখে সরদার, নারী প্রতিনিধি সুচিত্রা ঢালী, মনিরা খাতুন, শেফালী মন্ডল, যুবনেতা মির্জা আলাল, মাইনুর ইসলাম, নিউটন মিস্ত্রী, মোঃ হাসান, তন্ময় সরকার, গোবিন্দ গোলদার প্রমুখ। সভায় নারী-শিশু নির্যাতন ও বাল্য বিবাহ নিরোধ আইনের উপর আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রদর্শন করা হয়।