দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে নানা আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় “মর্যাদা ও অধিকার স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি সেবায় অঙ্গিকার” এই শ্লোগানে ব্যানার প্লাকার্ডসহ এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী হাসপাতাল চত্বর থেকে বের হয়। র্যালীটি উপজেলা সদরের গুৃরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল সেমিনার কক্ষে ফিরে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। হাসপাতালের গাইনী জুনিয়র কনস্যালটেন্ট ডাঃ সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ। ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ, সুশীলন, রুপসা সংস্থা, এ্যাডরা বাংলাদেশ, সূর্যের হাসি এবং ফ্রেন্ডশীপ এনজিও’র অংশ গ্রহন সহযোগীতায় অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে আলোচনা করেন ডাঃ সাইফুদ্দিন আহম্মেদ, সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি নাজমিন আরা, হিরন্ময় মন্ডল, হাসিবুল হোসেন টুটুল, চম্পা দাস, রীনা বিশ্বাস, কাজী ওয়াহিদুজ্জামান, আব্দুল খালেক, সুস্মিতা রায়, আজিজুর রহমান প্রমুখ।