দাকোপে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি রক্তাত্ব জখম

প্রকাশঃ ২০১৮-০১-২৫ - ১৬:৩৭

দাকোপ প্রতিনিধি : দাকোপের কালাবগী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে বেধড়ক মারপিটে রক্তাত্ব জখম করেছে প্রতিপক্ষরা। আহত ব্যক্তি গুরুত্বর জখম অবস্থায় দাকোপ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার কালাবগী গ্রামে প্রতিপক্ষ বক্কার সানা গংদের হাতে মারপিটের শিকার হয় একই এলাকার শফিকুল সানা (৪৫)। জানা যায় মৃঃ বাছের সানার পুত্র শফিকুল সানা দীর্ঘদিন যাবৎ কালাবগী ফরেষ্ট অফিসে দিনমজুরীর কাজ করে। সম্প্রতি কালাবগী ষ্টেশন কর্মকর্তার নেতৃত্বে বনরক্ষিরা বক্কার সানার বাড়ীতে অভিযান চালিয়ে বেশকিছু সুন্দরী ও কাকড়া কাঠ জব্দ করে। এই অভিযানের বিষয়ে বক্কার সানার পরিবার শফিকুলকে দায়ী করে সেই থেকে নানা কটুক্তি করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে শফিকুলের ছোট ভাইয়ের স্ত্রী নুরনাহার বেগমকে ফাকা পেয়ে বক্কার সানা ও তার স্ত্রী কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে চড় থাপ্পড় দেয়। বিষয়টি জানতে পেরে শফিকুল প্রতিবাদ করতে গেলে বক্কার সানা, তার পুত্র দিদারুল সানা, মিজান সানা, স্বজন জামাল সানাসহ ৭/৮ জন মিলে লোহার শাবল ও লাঠিসোটা নিয়ে শফিকুলকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে শফিকুলের মাথায় ও কানে শাবলের আঘাতে কেটে রক্তাত্ব জখম হলে সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্বজনরা এসে তাকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শফিকুলের মাথায় ও কানে ৭টি সেলাইয়ের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় শফিকুলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।