দাকোপ প্রতিনিধি : দাকোপের মৌখালী এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে বসতভিটে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। বাঁধা দিতে গিয়ে গুরুত্বর আহত হয়ে ৩ জন হাসপাতালে। এ ঘটনায় এজাহার দাখিল হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, গত ২৪ মে শুক্রবার সকাল আনুমানিক ৮ টার দিকে মৌখালী গ্রামের মৃতঃ শুকলাল রায়ের পুত্র নিরঞ্জন রায়, মনোরঞ্জন রায়, সুভাষ রায়ের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসীদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী সাধন রায় পরিবারের বসতভিটে দখলের চেষ্টা চালায়। তারা সাধন রায় পরিবারের যাতায়াতের রাস্তা ঘিরে সেখানে গর্ত খুড়ে দখল দৃশ্যমানের অপচেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গিয়ে সাধন রায়ের পুত্র উজ্জল রায়, পুত্রবধু যবানিকা রায়, ভাইপোর স্ত্রী মেরী রায়সহ কয়েকজন গুরুত্বর আহত হয়। অভিযুক্তরা তাদরকে বেধড়ক মারপিটসহ আহতদের ব্যবহায্য ২ টি স্বর্ণের চেইন ও ১ টি মোবাইল কেড়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। যার মূল্য ৬৩ হাজার ৫ শ টাকা। ঘটনার পর আহতদের উর্দ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাধন রায় বাদী ১১ জনকে আসামী করে থানায় এজাহার দাখিল করেছে। দাকোপ থানায় এস আই হামিদুল ইসলাম প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।