দাকোপে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৩

প্রকাশঃ ২০১৯-০৯-২২ - ১৮:২৪

দাকোপ প্রতিনিধি : দাকোপের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ উভয় পক্ষের ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত নির্মল গোমস্তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিপাট করা হয়েছে। ভুক্তভোগীর পুত্র বাদী হয়ে প্রতিপক্ষের ৫ জনের নাম উল্লেখ করে কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে বলে জানা গেছে।
ভূক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর সুত্রে জানা যায়, গত শুক্রবার অনুঃ সকাল সাড়ে ৭টায় দিকে উপজেলা কৈলাশগঞ্জ ইউনিয়নের ধুৃপাদী গ্রামের মৃত রাখাল গোমাস্তার পুত্র নির্মল গোমস্তা ও তার স্ত্রী বকুলী গোমস্তা বাড়ীতে অবস্থান করছিলেন এ সময় বসতবাড়ী নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার বিমল সরদারের পুত্র সাধন সরদারের নেতৃত্বে নারী পুরুসহ ৫/৬ জন ব্যাক্তি প্রতিপক্ষ বাড়ীতে প্রবেশ করে নিমল গোমস্তা কোন কিছু বুঝে উঠার আগেই তাকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় তার স্ত্রী বকুলী গোমস্তা স্বামীকে উদ্ধার করতে চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন তাকেও মারপিট করে গুরুতর আহত করে। আহতদের আত্মচিৎকারের স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় নির্মল গোমস্তাসহ তার স্ত্রীকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় মারপিটের এক পর্যায়ে সাধন সরদারের স্ত্রী অনিতা সরদারও প্রতিপক্ষের হামলায় আহত হয় এবং তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথা ও হাতে গুরুতর আঘাত থাকায় নির্মল গোমস্তাকে ঐ দিন াবকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিপাট করা হযেছে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার ভুক্তভোগীর পুত্র গৌতম গোমস্তা বাদী হয়ে প্রতিপক্ষের সাধন সরকাদসহ ৫ জনের নাম উল্লেখ করে কোর্টে মামলা দাখিলের প্রস্তুতি চালাচ্ছিল্ োবলে দাবী করেন। উল্লেখ থাকে যে, এ পূর্বে ভূক্তভোগী নির্মল গোমস্তার বাড়ী দখল ও ভাংচুরের ঘটনায় গত ১৮ মার্চ ২০১৮ ইং- তারিখে নির্মল গোমস্তা নিজে বাদী হয়ে খুলনার অতিরুক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৭ জনকে আসামী করে একটি মামলা করেন। যার মামলা নং-০৭/১৮। এ মামলায় প্রতিপক্ষ সাধন সরদারসহ ৭জনকে আসামী করে বাদী পক্ষ।