দাকোপ প্রতিনিধি : দাকোপে ২৪ শ’ পরিবারকে ঈদ উপলক্ষে বিকাশের মাধ্যমে ২৪ লক্ষ টাকা মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী ড. এনামুর রহমান বুধবার বেলা ১ টায় অন লাইন জুম অ্যাপে প্রধান অতিথি হিসাবে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে অন লাইনে যুক্ত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, সহকারী কমিশনার ভূমি মর্তূজা খান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, এপি রাজবুল আলম, মিরাজুল ইসলাম প্রমুখ। এ ছাড়া উপজেলার ৯ টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানরা জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। উল্লেখ্য পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র পরিবার গুলোকে উপহার পরিবার প্রতি ১ হাজার টাকা হিসাবে সারা দেশের ন্যায় দাকোপের ২৪ শ’ পরিবারকে ২৪ লক্ষ মানবিক সহায়তা প্রদান করেছে। মোবাইল বিকাশের মাধ্যমে দেওয়া এই উপহার বুধবার সুবিধা ভোগীরা পেয়েছেন বলে জানা গেছে।