দাকোপে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-০৯-২৭ - ১৮:২৯

দাকোপ প্রতিনিধি : দাকোপে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ফাইনালে শান্তা ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে পাটকেলপোতা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
নলিয়ান প্রভাতি সংঘের আয়োজনে সোমবার বিকাল ৫ টায় নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন খেলার প্রথম অর্ধ ছিল গোল শুন্য। দ্বিতীয়ার্ধে শান্তা কিছুটা উজ্জীবিত হয়ে পর পর ২ টি গোল আদায় করে নেয়। সুতারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুলফিক্কার গাজী জুলুর সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরুস্কার বিতরন সুতারখালীর ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদ সদস্য কে,এম কবির হোসেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, চালনা পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির। অনুষ্ঠানে বিজয়ী দলকে ১ টি ফ্রিজ এবং রানার্সআপ দলকে ১ টি মনিটর পুরুস্কার দেওয়া হয়। খেলাটি পরিচালনা করেন আব্দুল আজিজ সরদার।