দাকোপে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রকাশঃ ২০১৮-০৩-১৭ - ২১:০৬

দাকোপ প্রতিনিধি : ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যদিয়ে দাকোপে উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, পানখালী ইউপি আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এবং দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ লক্ষ্যে শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা আওয়ামী লীগ ও চালনা পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় ও কেক কাটা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দেবাশিষ বিশ্বাস টপি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, কনিকা বৈরাগী, জ্যোতিশংকর রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জি এম রেজা, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন ভূঁইয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপিকা বৈরাগী, অধ্যাপক তপন মন্ডল, জি এম লেলিন, বিপ্রদাস মন্ডল, শচীন্দ্রনাথ মন্ডল, শেখ হবিবর রহমান, অমার বিশ্বাস, মিজানুর রহমান টুটুল, মোহন লাল সাহা, ননী গোপাল মন্ডল, সুব্রত বিশ্বাস, দেবাশিষ ঢালী, হরিচাদ বিশ্বাস, শিবপদ মন্ডল, জয়প্রকাশ রায়, চয়ন সাহা, নরোত্তম পোদ্দার, আব্দুল গফুর সানা, হরিদাস হালদার, লোকমান হোসেন, গাজী রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা রতন কুমার মন্ডল, সুফলা মন্ডল, বিথীকা রায়, নাসিমা বেগম, ডলি আকতার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, রাহুল রায়, মাসুম হাওলাদার, সাথী আকতার প্রমুখ।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ থেকে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য জয়দেব পাল, শিক্ষা কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা সেখ মাহবুবর রহমান, সমবায় কর্মকর্তা গৌরহরি মল্লিক, ইউআরসি ইন্সেট্রাক্টর মোঃ মোসলেম উদ্দিন, দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল হক হাওলাদার, বন কর্মকর্তা মোঃ মুজিবর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সুশীল সমাজের নেতৃবৃন্দ।